ইউনিয়ন পরিচিতিঃউত্তরে ১৯নং বেগুনবাড়ী ইউনিয়ন পরিষদ, দক্ষিনে ১নং নাফানগর ও ২নং ঈশানিয়া ইউনিয়ন পরিষদ, পুর্বে ২নং ঈশানিয়া ইউনিয়ন পরিষদ ও পশ্চিমে ২নং কোষারানীঞ্জ ইউনিয়ন পরিষদ অবস্থিত ।এই অঞ্চল ঠাকুরগাঁও জেলা সহ আশেপাশের জেলাগুলো এক সময় ছিল সমুদ্র গর্ভে বিপুল জলরাশিতে নিমজ্জিত এই ভূখন্ডটি কালপ্রবাহে জেগে ওঠে। বাংলাদেশের উত্তরাঞ্চল বিশেষকরে বৃহত্তর দিনাজপুরের পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার বিস্তীর্ণ এলাকা সমুদ্র গর্ভের অন্ধকার থেকে বেরিয়ে আসে তাই অনেক আগে। আর এজন্যই এই এলাকার মানুষ সভ্যতার পথে হাঁটতে শুরু করেছে অপেক্ষাকৃত আগে থেকেই। তাই প্রাচীন সভ্যতার কোনো নিদর্শন যদি খুঁজে পেতে চাই তাহলে তার সন্ধান করতে হবে প্রাচীন জনপদ ঠাকুরগাঁও ও সংলগ্ন এলাকাতেই। এই ইউনিয়নের সিমানার পার্শে টাঙ্গন নদী এবং বিশাল এক শাল বন রহিয়াছে । যাহার পরিমান ২৭২ একর ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস